লোকে বলে অলৌকিক
অলৌকিক কাকে বলে? – শান্ত ঘুমন্ত শিমলিপুরের আকাশে ঘনিয়ে আসা ঘটনার মেঘ সেখানকার বাসিন্দাদের হঠাৎই এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। অঙ্কস্যার সিদ্ধার্থ সাহা না চাইতেই সেই জট ছাড়ানোর কাজে জড়িয়ে পড়েছিলেন। রিটায়ার্ড অভিনেত্রী, বিদেশফেরত প্রফেসর পরিবার, পুলিশ ইন্সপেক্টর, গড়বড় কোলা স্টপের মালিক – সবাইকে নিয়ে এই ঠাসবুনোট রহস্যের জালের শিকড় হয়তো ছড়িয়ে আছে স্থান কালের অন্য কোনো প্রান্তে। যার খোঁজ করতে গেলে ইতিহাসের সঙ্গে বর্তমানের, কিংবদন্তীর সঙ্গে বাস্তবের দেখা হয়ে যেতে পারে। রবীন্দ্র শিক্ষাভবনের এক ছাত্র তার ডায়রির পাতায় এই ঘটনাপ্রবাহ ধরে রাখতে রাখতে বুঝতে পারবে মাত্র কয়েকদিনের মধ্যে চেনা শিমলিপুরের চেহারা বদলে যাওয়ার কথা। এক পা কৌতুকে, আরেক পা উত্তেজনায় রেখে বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে বল দেওয়ানেওয়া করতে করতে এগিয়েছে এই উপন্যাস। লেখকের ক্ষুরধার জাদুগদ্যে এক অনন্য সৃষ্টি।
Author Info
Language
Bengali