রাতবিরেতের গজল (Ratbireter Ghazal)
শিমলিপুরের কেউ কিচ্ছু জানত না। গরমের রাত্রে বাইরে সার সার খাটিয়া ফেলে ঘুমোত। জাট, গুজ্জর, সর্দার, বাঙালিরা টিভিতে ‘সদর বাজার’ দেখত। শিমলিপুর কাঁপাত মেজর কলাশকরকে নিয়ে লেখা হিন্দি থ্রিলার। সেই মামুলি স্থানকালকে ঝাঁকুনি দিয়ে ভয়ংকর কিছু গজলের সুর রাতের আকাশে ভেসে আসতে শুরু করেছিল। টোটো, মনু, পরভীন, লতা, পম্পা, টিভির আব্বাস বেগ, লেখক সুরিন্দার, সিআইডির ধূপেন্দ্র, প্রিন্সিপাল মহেন্দ্রবাবু, মাদার রোজাম্মা, ইনস্পেক্টর সরস্বতী তোমরের মত রংদার সব বাসিন্দাদের ঘিরে সেই রোমাঞ্চকর পর্বের এক সন্দেহজনক ইতিহাস লেখা হয়েছিল অনেকদিন পর, অন্য এক মহাদেশে। পরবাস পত্রিকায় প্রকাশিত এই উপন্যাস কৌতুকে আর উত্তেজনায় শেষ লাইন পর্যন্ত পাঠকের টানটান মুগ্ধতা জাগিয়ে রেখেছিল। কে জানে, হয়তো এরকমই এক কাহিনীর অপেক্ষায় ছিল শিমলিপুর – তার দৈনন্দিন আর আকস্মিক, তার বিশ্বাস্য আর অবিশ্বাস্য সম্ভাবনা সমেত - যমুনাপারের কুয়াশার মধ্যে থেকে পাঠকের রুদ্ধশ্বাস দৃষ্টি তাকে খুঁজে নেবে বলে।
Author Info
Language
Bengali