কালসন্ধ্যা
দ্বৈপায়ন হ্রদের তীরে ভগ্ন-ঊরু মহারাজ দুর্যোধনের অন্তিম রাত্রির কল্পিত আত্মকথন 'কালসন্ধ্যা'র বিষয়। দুর্যোধনের মধ্যে কি শেষ পর্যন্তও প্রতিহননেচ্ছা বিরাজিত ছিল? নাকি, অশ্বত্থামা, কৃতবর্মা, কৃপাচার্যকে নৈশ সমরে সপুত্র পঞ্চপাণ্ডব হত্যার সম্মতি প্রদান করে তিনি আত্মগ্লানিতে দগ্ধ হচ্ছিলেন? তাঁর স্বগতচিন্তনে কৃত কর্ম ও দোষের জন্য তীব্র অনুশোচনার সঙ্গে রয়েছে কৃষ্ণ-সহ পাণ্ডুপুত্র ও কুরুপ্রবীণেদের অন্যায় আচরণের যুক্তিপূর্ণ তীব্র সমালোচনা। দুর্যোধনের আশংকা, তাঁর মৃত্যুর পরে ব্যাসদেব মহাভারত নামক যে গ্রন্থটি রচনা করবেন তাতে তাঁর রাজ্যশাসনের ভালো দিকগুলি বর্ণনা করবেন তো? সেই আলোচনা মহাভারতীয় অনুষঙ্গের মাধ্যমে সংবেদী পাঠকের মনে তুলে ধরে আধুনিক যুগের সামাজিক, রাজনৈতিক, এমনকি ভারত তথা সারা পৃথিবীর অস্তিত্বহানিকর সংকটের কথা। মিহির সেনগুপ্তের শক্তিশালী লেখনী পাঠককে দ্বাপর যুগের সঙ্গে সঙ্গে বর্তমান অস্তিত্বের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিরও মুখোমুখি হতে বাধ্য করে।
Author Info
Language
Bengali